বারুইপুর কাছাড়ী বাজারে ভয়াবহ আগুন , ভস্মীভূত বহু প্রতিষ্ঠান

4th August 2020 12:41 pm কলকাতা
বারুইপুর কাছাড়ী বাজারে ভয়াবহ আগুন , ভস্মীভূত বহু প্রতিষ্ঠান


নিজস্ব সংবাদদাতা ( দঃ ২৪ পরগনা ) :  দক্ষিণ ২৪ পরগণার অন্যতম বৃহৎ পাইকারি বাজার  সুপ্রাচীন বারুইপুর কাছারি বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। প্রায় ২০০টির উপর পাকা দোকান আগুনের গ্রাসে পুড়ে ছাই। ক্ষতির পরিমাণ কয়েক কোটি।  রাত ১.৩০ মিনিট নাগাদ বারুইপুর থানার ঠিক বিপরীতের বাজারে এই আগুন লাগে বলে জানা গিয়েছে। খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১৪টি ইঞ্জিন। আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে, প্রশিক্ষণপ্রাপ্ত দমকলকর্মীরা পর্যন্ত দিশাহীন হয়ে পড়ে। দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানো এবং উদ্ধারকার্যে নেমে পরে স্থানীয় ব্যবসায়ী ও মানুষজন। কিন্তু প্রায় ৬ ঘন্টা অতিক্রম হয়ে গেলেও আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে।

মূলত, কাছারি বাজারের কাপড় পট্টিতে এই আগুন লাগে। এই দোকানগুলিতে মূলত দাহ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে রাতে দোকানে কোনও মানুষ বা কর্মচারী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঠিক কী কারণে এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জন্যই এই আগুন লেগে থাকতে পারে। তবে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।